Header Ads

জাতিসংঘের মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা

 


জাতিসংঘের মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা, ঢুকতে পারবেন না ইসরায়েলে

 


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। বুধবার (০২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়ে বলেছেন, ইরানের মিসাইল হামলার নিন্দা জানাননি গুতেরেস, তাই জাতিসংঘের মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজের কথায়, “মঙ্গলবার ইরান ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার পর্যাপ্ত নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন জাতিসংঘের মহাসচিব। এ কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না।”
কাৎজ বলেন, “গুতেরেস একজন ‘ইসরায়েল বিদ্বেষী’, তিনি ‘সন্ত্রাসী, ধর্ষক এবং হত্যাকারীদের’ সমর্থন করেন। তাকে আগামী কয়েক প্রজন্ম জাতিসংঘের কলঙ্ক হিসেবে মনে রাখবে।”

যদিও মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলে হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে এর নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব। এছাড়া যুদ্ধবিরতির দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।
এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় ইসরায়েলের সামরিক অবকাঠামোকে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিশ্চিত করেছে, ইরান ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ঘাঁটিতে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গেছে।

No comments

Powered by Blogger.