Header Ads

নতুন লুকে আবেদন ছড়াচ্ছে অপু বিশ্বাস

 


নতুন লুকে আবেদন ছড়াচ্ছে অপু বিশ্বাস 










 








       










বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অপু বিশ্বাস। যদিও অনেক দিন হলো রুপালি পর্দায় দেখা নেই তার। তবে ব্যস্ত রয়েছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে। মাঝে মধ্যেই নিজর ছবি-ভিডিও দিয়ে ফেসবুকে শেয়ার করে ভক্তদের নজ












সম্প্রতি নিজের চুল ও চেহারায় কিছু পরিবর্তন এনেছেন এই নায়িকা। কোনো সার্জারি ছাড়াই প্রাকৃতিকভাবেই ওজন কমিয়ে আকর্ষণীয় হয়ে ভক্তদের সামনে ধরা দিলেন অপু। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলো প্রকাশ করতেই চমকে গেছেন নেটিজেনরা।













এদিকে সিনেমা এবং ব্যবসার বাইরে নতুন আরেকটি পরিচয়ে শিগগিরই পর্দায় আসছেন অপু। নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় হাজির হবেন তিনি। তার অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের তারকাসহ সংবাদকর্মীরাও অতিথি হয়ে আসবেন বলে জানা গেছে।
















এদিকে সিনেমা এবং ব্যবসার বাইরে নতুন আরেকটি পরিচয়ে শিগগিরই পর্দায় আসছেন অপু। নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় হাজির হবেন তিনি। তার অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের তারকাসহ সংবাদকর্মীরাও অতিথি হয়ে আসবেন বলে জানা গেছে।

































No comments

Powered by Blogger.