Header Ads

নিজের গোমর ফাঁস করলেন রুনা খান!

 নিজের গোমর ফাঁস করলেন রুনা খান!



 
ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় খুব একটা কথা বলতে পছন্দ করেন না জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। কাজ আর ক্যারিয়ার নিয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী। তবে সম্প্রতি নিজের গোমর ফাঁস করলেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) রুনা একটি স্ট্যাটাস দেন। সে স্ট্যাটাসে তিনি সর্বমোট ১১টি ছবি আপলোড করেন।
এ ছবির ক্যাপশনে রুনা দিলেন আশ্চর্যজনক তথ্য। চুল আর হেয়ার স্টাইল নিয়ে তিনি মন্তব্য করেন। ভক্তদের জানান, নিজের চুল নিজে কাটতে পছন্দ করেন। কখনও কখনও হাতের কাছে কাঁচি না থাকলে বটি দিয়েই কেটে ফেলেন নিজের চুল।

অভিনেত্রী আরও জানান, এটি তার এক ধরনের পুরনো ‘ব্যারাম’। বটি দিয়ে চুল কাটার অভিজ্ঞতা তার জীবনে অনেক রয়েছে। শুধু তাই নয়, সে চুল কাটা নিয়ে লাইট, ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয়ও করেছেন।
পাঠকের জন্য জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের সে ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-

নাই কাজ তো খৈ ভাজ। নিজের চুল নিজের হাতে কাটার ব্যারাম আমার পুরনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বঁটি দিয়ে মাথার চুল কেটেছিলাম, বিয়ের পরও একবার EW’র উপর জিদ করে বঁটি দিয়ে চুল কেটে ফেলেছিলাম।

সে কাণ্ড দেখে, আমার হলের বন্ধুরা আর EW’র বিস্ময়ের সীমা ছিল না! এটা কীভাবে সম্ভব! কোনো মানুষ নিজের চুল নিজে কীভাবে বঁটি দিয়ে কাটতে পারে!
দুই সময়েই কিন্তু আমি অলরেডি অভিনয় কর্মী হিসেবে কাজ করি। অনেকগুলো নাটকের শুটিংও করেছি দুই সময়েই ‘বঁটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে’!

এইবার কাঁচি দিয়ে কাটছি। কলেজের বান্ধবী বললো, বয়স হচ্ছে তো উন্নতি হচ্ছে! এই বঙ্গদেশে বেশিরভাগ নারীরা, নিজের যখন যা ইচ্ছা তা করতে পারে না। আমিও পারি না। তবে এই যে আমার চুল আমি কাটবো, যখন ইচ্ছা তখন কাটবো, বঁটি দিয়ে ইচ্ছা করলে বঁটি দিয়া কাটবো, কাঁচি দিয়ে ইচ্ছা করলে কাঁচি দিয়া কাটবো- এই ইচ্ছাপূরণই আমার বাঁচিবার আনন্দ!

No comments

Powered by Blogger.