তানিয়া বৃষ্টি ও শামীম হাসানের সঙ্গে সম্পর্কের তথ্য ফাঁস
তানিয়া বৃষ্টি ও শামীম হাসানের সঙ্গে সম্পর্কের তথ্য ফাঁস
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসেন তিনি। মাসখানেক আগেও আরশ খানের সঙ্গে একটানা নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় দুজন একাধিক ঘনিষ্ঠ ছবিও পোস্ট করেছেন। আর তাই তাদের প্রেমের গুঞ্জন উঠেছে বারবার। সেসময় বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন তানিয়া। তবে তাদের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা তাদের দুজনের কথা শুনলেই বোঝা যায়।
এদিকে বর্তমানে তাদের সম্পর্কে দূরত্ব বেড়েছে। একসঙ্গে কাজ করতেও দেখা যায় না আর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের অবনতির কথা জানিয়ে মুখ খুললেন তানিয়া।
তিনি বলেন, আমরা ভালো বন্ডিং শেয়ার করতাম। একসঙ্গে কাজ করতাম। অনেক ভালো সম্পর্কের মধ্যে খুটিনাটি ঝামেলা হয়। সেটাই চলছে। ও (আরশ খান) আমার ওপর একটু রেগে আছে। এক সাক্ষাৎকারে আমাকে বলা হয়েছিল আরশের সঙ্গে কী অবস্থা। তখন বলি আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি, ঘুরি ফিরি ভাই ব্রাদারের মতো। ‘ভাই-ব্রাদারটা’ সে কোট করেছে। কেন ভাই ব্রাদার বললাম এ কারণে হয়তো ওর মেজাজ খারাপ। অভিমান বলতে পারেন।
এরপর আরশের উদ্দেশে তানিয়া বলেন, আমি আরশকে বলতে চাই তোকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিইনি। তোর জন্মদিনেও উইশ করেছিলাম। তখন ভাই-ব্রাদার বলেছিলাম। তুই আমার কাছে ওই রকম ভাই ব্রাদার যে তুমি আমার এভ্রিথিং। এটা নিয়ে মেজাজ খারাপের কিছু নেই। আর হ্যাঁ কবিতা লেখা ও আমাকে নিয়ে কথা বলাও বন্ধ কর।
তবে তানিয়া বৃষ্টি জানান, আরশের সঙ্গে এখন ঝগড়া চললেও সামনে একসঙ্গে কাজ করবেন তারা।
এদিকে বর্তমানে শামিম হাসান সরকারের সঙ্গে জুটি বেঁধে বেশি কাজ করছেন তানিয়া বৃষ্টি। দুজনকে বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা যাচ্ছে। গুঞ্জন শোনা যায় আরশের পর শামিমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া। তবে অভিনেত্রী জানালেন, তারা খুব ভালো বন্ধু।
তানিয়া বৃষ্টি বলেন, শামীম হাসান সরকার আমার খুব ভালো (বাডি) বন্ধু। আমরা একসঙ্গে অনেক কাজ করি। কাজ ছাড়াও আমরা অনেক আড্ডা দিই। সে আমার খুব ভালো একটা বন্ধু।
তিনি আরও বলেন, শামিমের অনেক বেশি রাগ। তবে ওর ভালো দিক হলো কোন কাজে যদি ফল্ট থাকে তখন যে যেই হোক না কেনো সঙ্গে সঙ্গেই সরি বলে ফেলে।
No comments