Header Ads

অভিনেত্রী ববির ৩ মিনিটের ভিডিও ভাইরাল

  


 অভিনেত্রী ববির ৩ মিনিটের ভিডিও ভাইরাল         


 

 

  








 











 










 


ইয়ামিন হক ববি (জন্ম ১৮ আগস্ট ১৯৮৭), ববি নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।তার প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। দেহরক্ষী সিনেমা তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। 


 












ববি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন এবং বেড়ে উঠেন। তার পিতা কে এম এনামুল হক এবং মাতা ভিকারুন্নেসা হক। তিনি ধানমন্ডির কামরুন্নেসা হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন৷ মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি.) এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পাস করেন। পরবর্তীতে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বি.বি.এ) ডিগ্রি লাভ করেন। 



 

















 

তিনি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১১ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে "মিস এশিয়া প্যাসিফিক" নামে একটি পুরস্কার জিতেন। প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। তারপর তাকে দেখা যায় ইফতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষী সিনেমায়। এই সিনেমাটি বক্স অফিসে সফলতা লাভ করে। তার পরবর্তী সিনেমা শাকিব খান অভিনীত “ফুল অ্যান্ড ফাইনাল”। তাকে মুক্তিপ্রাপ্তের অপেক্ষায় থাকা “ইঞ্চি ইঞ্চি প্রেমে” প্রথমবারের মত বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। তার আরেকটি মুক্তিপ্রাপ্তের অপেক্ষায় থাকা সিনেমা শাকিব খান অভিনীত রাজত্ব। ববি আরো কয়েকটি সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এগুলো হলঃ স্বপ্ন ছোঁয়া, সালাম মালয়েশিয়া, অ্যাই ডোন্ট কেয়ার এবং সুপার স্টার। ২০১৪ সালে তাকে অ্যাকশন জেসমিন চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে দেখা যায়।২০১৮ সালে তিনি সুপারহিরো চলচ্চিত্র বিজলী ও মারপিঠধর্মী মাসালা চলচ্চিত্র বেপরোয়া-য় অভিনয় করেন। বিজলী পহেলা বৈশাখে এবং বেপরোয়া ঈদুল আযহায় মুক্তি পায়।  

















সম্প্রতি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের এক জনপ্রিয় অভিনেত্রীর একটি ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকেই নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। 


জানা গেছে, ভিডিওটি প্রথমে একটি ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঠিক কীভাবে ইন্টারনেটে ফাঁস হলো, তা এখনও নিশ্চিত নয়। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হতে পারে।  



















ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, “এটি আমার ব্যক্তিগত জীবনে আঘাত করার একটি ষড়যন্ত্র। আমি ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত।” 

ইন্টারনেটে ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এটিকে অভিনেত্রীর ব্যক্তিগত গোপনীয়তায় আঘাত বলে মনে করছেন। আবার কেউ কেউ তার পেশাগত ইমেজ নিয়ে প্রশ্ন তুলছেন। 















 






 


 




   






  




  






 

























 


 




 










                                আপনি কি নতুন নতুন ভাইরাল ভিডিওর আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন ভাইরাল ভিডিওর ডাউনলোড লিংক পাবেন।  



 









 























 

















No comments

Powered by Blogger.