Header Ads

মালয়েশিয়ায় নিলয়-মাহি কি করছে

 


মালয়েশিয়ায় নিলয়-মাহি কি করছে  







































সময়ের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। তাদের অভিনীত নাটকগুলো দর্শককে আনন্দ দেয়। ভিউয়ের বিচারে তাদের চাহিদাও তুঙ্গে। সম্প্রতি তাদের ‘বিয়ে করবো সিলেট’ নামের নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

















এবার তারা দুজন মালয়েশিয়ায় একটি নাটকের শুটিং করেছেন। মহিন খানের রচনা ও পরিচালনায় নাম চুড়ান্ত না হওয়া একটি নাটকের কাজ এরইমধ্যে মালয়েশিয়ার মনোরম লোকেশনে সম্পন্ন হয়েছে। 


আরো পড়ুন: 






















 মহিন খান জানান, নাটকের গল্পে দেখা যাবে যে সুজানার প্রেমের টানে সিরাজ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যায়। সেখানে গিয়েই বিভিন্ন নাটকীয় মুহুর্তের মুখোমুখি হয় সুজানা ও সিরাজ। নাটকে দুজনই দারুন অভিনয় করেছেন।  



















নিলয় আলমগীর বলেন, ‌‘সুজানা ও সিরাজের প্রেমের গল্পের এই নাটকটি আশা করছি ভালোলাগবে দর্শকের।’ 

মাহি জানান, আগামী ২৭ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। 






































No comments

Powered by Blogger.