Header Ads

বছরশেষে বড় চমক দিতিপ্রিয়ার

 



বছরশেষে বড় চমক দিতিপ্রিয়ার  







































বছরশেষে বড় চমক বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। জি বাংলার নতুন ধারাবাহিক ‘তোমায় ভালোবেসে’তে নায়িকা হিসাবে ফিরছেন তিনি। তার আগে কোথায় উড়ে যাচ্ছেন অভিনেত্রী জানালেন সে কথা।  
















গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত একটি প্রচার ঝলকে দেখা গেছে দিতিপ্রিয়াকে। বড় চমক হিসাবে তেমনই ইঙ্গিত মিলেছে। তবে এবার নায়িকার নাকি নায়ক মিলছে না। তাই আপাতত প্রচার ঝলকটুকুই ক্যামেরাবন্দি হয়েছে, যা দেখে সহজেই অনুমান করা যাচ্ছে— ‘রানী রাসমণি’র ‘রানিমা’ এবার এই প্রজন্মের প্রতিনিধি। আর এ ধারাবাহিকের প্রযোজনায় থাকছে এসভিএফ। 



















আরো পড়ুন: 

















 

নায়িকা ঠিক, নায়ক নেই— ব্যাপারটা কী? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে সৃজনশীল প্রযোজক অদিতি রায় বললেন, দিতিপ্রিয়ার বিপরীতে অভিনয়ের জন্য নাকি অভিনেতাদের লম্বা লাইন। তাদের মধ্যে থেকে কেউ একজন নির্বাচিত হবেন। তবে শেষ হাসি কে হাসবে, সেটিই দেখার বিষয়।  















কবে থেকে ধারাবাহিকের শুটিং শুরু হবে? এ প্রসঙ্গে প্রযোজক অদিতি রায় বলেন, এখনো বাকি অভিনেতাদের নির্বাচন করা হয়নি। ফলে শুটিং শুরু হতে আগামী বছর।  


এদিকে কথা বলেছেন দিতিপ্রিয়াও। দিতিপ্রিয়া অভিনীত ধারাবাহিকের গল্পেও অভিনবত্ব রয়েছে। পূর্বজন্মের গল্পের সঙ্গে এই প্রজন্মের ভাবনার মিলন। একুশ শতক আগের প্রজন্মের থেকে ভাবনায় অনেকটাই আলাদা হবে এবারের ‘তোমায় ভালোবেসে’ ধারাবাহিকে। আগের প্রজন্ম যেন পরার্থে নিবেদিত। এই প্রজন্ম নিজেকেও ভালোবাসতে জানে। বিশ্বাস— নিজেকে ভালোবাসলে তবেই অন্যকে ভালোবাসা যায়। দিতিপ্রিয়া তেমনই ভাবনায় বিশ্বাসী এক তরুণী। 

















আবারও ছোটপর্দায় কেন? এমন প্রশ্নের উত্তরে দিতিপ্রিয়া বলেন, হাতে প্রচুর কাজ। তারপরও রাজি হয়েছি দুটো কারণে। এক জি বাংলার ধারাবাহিক। এই চ্যানেলের সেট ও স্টুডিও আমার ঘরবাড়ি বলতে পারেন। একইভাবে এসভিএফের সঙ্গেও একাধিক কাজ তার। দুটো ক্ষেত্রেই তাই ‘ঘর ওয়াপসি’ ঘটছে। পাশাপাশি প্রযোজনা সংস্থা কোনো চাপ না দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে। ফলে তিনি ‘না’ বলার কোনো কারণ দেখতে পাচ্ছেন না। 


















প্রসঙ্গত, কাজ আর উদযাপন— তার জীবন সমান্তরালভাবে রয়েছে। ‘তোমায় ভালোবেসে’ ধারাবাহিকের প্রচার ঝলকের শুটিং সেরেই সপরিবার বেড়াতে বেরিয়ে পড়ছেন দিতিপ্রিয়া। বছরশেষে তা হলে দিতিপ্রিয়ার পরিকল্পনা কী? হাসিমুখে জবাব দিলেন তিনি, জিনিসপত্র গোছাচ্ছি। মা-বাবাকে নিয়ে পুদুচেরি বেড়াতে যাচ্ছি। ৩১ তারিখ রাতে ফিরব। ছোট্ট অবসরে টাটকা অক্সিজেন ফুসফুসে ভরে নতুন বছর থেকে পুরোদমে কাজে ব্যস্ত হয়ে পড়বেন ছোটপর্দার ‘রানিমা’।   









































No comments

Powered by Blogger.