Header Ads

শাকিব খানের আইটেম হচ্ছে নুসরাত জাহান

 


শাকিব খানের আইটেম হচ্ছে নুসরাত জাহান 





 























আসছে ঈদে ‘বরবাদ’ হবেন শাকিবিয়ানরা। এটাই যেন পণ তাদের । পরিচালক মেহেদী হাসান হৃদয়ও তাদের মনোবাসনা পূরণ করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন। শেষ হয়েছে প্রথম লটের শুটিং। 













এরইমধ্যে নতুন খবর। ‘বরবাদ’-এর আইটেম গানে দেখা যাবে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। মুম্বাইয়ে শুটিংও সম্পন্ন। সেখানে শাকিবের সঙ্গে কোমর দুলিয়েছেন পশ্চিমবঙ্গের এ লাস্যময়ী।








    অর্জুনের পর নতুন সম্পর্কের কথা জানালেন মালাইকা 































 
















বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন নুসরাত। তার কথায়, ‘একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। গানটির জন্য শুধু অপেক্ষা করছি।’ 

এর আগে যৌথ প্রযোজনার ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন নুসরাত। 












 

 



 














‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার ডাকসাইটে শিল্পীরা থাকবেন বলে জানিয়েছেন পরিচালক। ডিসেম্বরর দ্বিতীয় লটের শুটিং শুরু হবে বলে জানা গেছে।   






































































No comments

Powered by Blogger.