Header Ads

সারাজীবন আবেদনময়ী থাকতে চায় ভাবনা!

 


সারাজীবন আবেদনময়ী থাকতে চায় ভাবনা!  




 







 














 





















ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজ করেছেন বড় পর্দায়ও। সম্প্রতি স্টারগল্পের উপস্থাপিকা ভাবনাকে প্রশ্ন করেন, যখন কেউ আপনাকে বলে ভাবনা অনেক আবেদনময়ী, তখন সেটা শুনতে কেমন লাগে? জবাবে ভাবনা বলেন, ‘খুব ভাল লাগে, আই লাভ দ্যাট।’ 





























এরকম আবেদনময়ী হয়ে আরও কতদিন থাকতে চান এমন প্রশ্নে ভাবনা জানান, সারাজীবন, মৃত্যেুর আগ পর্যন্ত তিনি আবেদনময়ী থাকতে চান।


আরো পড়ুন: 






    শীতে ভক্তদের গরম করতে উত্তাপ ছড়াচ্ছেন রুনা খান 



















 












এছাড়াও যেকোন সম্পর্কে কমিটমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। যাদের সাথে সম্পর্ক, তাদের সাথে নিয়ে আজীবন থাকতে  চান ভাবনা।  স্কুল এবং কলেজের ফ্রেন্ডরা এখনও বেস্ট ফ্রেন্ডের তালিকায় আছেন বলেও জানান এই অভিনেত্রী। 


 
























 












No comments

Powered by Blogger.