Header Ads

হানিমুনের প্রথম রাতে কারিশমাকে বন্ধুর সঙ্গে থাকতে বলেন তার স্বামী

 



হানিমুনের প্রথম রাতে কারিশমাকে বন্ধুর সঙ্গে থাকতে বলেন তার স্বামী     









































বচ্চন পরিবারের বউ যখন আর হওয়া হল না কারিশমা কাপুরের, সে সময় ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী।শোনা যায় কারিশমার মায়ের নাকি আস্থা ছিল না অভিষেকের ওপর।সেই কারণেই বাগদান হওয়ার পরেও কার্যত জোর করেই অভিষেকের সঙ্গে মেয়ের বিয়ে ভেঙে দিতে মত দেন তিনি।   
















২০০৩ সালে কারিশমা বিয়ে করেন সঞ্জয়কে। ২০১৪ সালে বিচ্ছেদের আবেদন করেন তারা। তবে ২০১৬ সালে স্বামীর নামে এমন কিছু অভিযোগ আনেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী, যা শুনলে রীতিমতো চমকে উঠবেন আপনি। এই অভিনেত্রীর অভিযোগ, সঞ্জয়ের সঙ্গে সে সময় তিনি হানিমুনে। আচমকাই সেখানে হাজির হন সঞ্জয়ের কিছু বন্ধু। স্ত্রীকে বাজি রাখেন সঞ্জয়।   

















আরো পড়ুন: 




























বাজি হারতেই প্রিয় বন্ধুর সঙ্গে স্ত্রীকে ভাগ করে নিতেও নাকি এতটুকু সঙ্কোচ হয়নি তার। কারিশ্মাকে নিজের বন্ধুর সঙ্গে বিছানা ভাগ করে নিতে জোর করেন সঞ্জয়। তবে কারিশমা রাজি হননি। কারিশমা অভিযোগ, প্রতিবাদ করতেই জুটেছিল মারধর। অন্যদিকে সঞ্জয় অভিযোগ করেছিলেন, কারিশমা নাকি কোনোদিন তাকে ভালোবাসেননি। স্রেফ টাকার জন্য বিয়ে করেছিলেন।     











































 

No comments

Powered by Blogger.