Header Ads

এবার একা থাকার কারণ জানালেন কুসুম সিকদার

 



এবার একা থাকার কারণ জানালেন কুসুম সিকদার 










































ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। নাটকের পাশাপাশি সিনেমাতেও সমান জনপ্রিয় এই অভিনেত্রী। ক্যারিয়ারে বেশ লম্বা সময় ধরেই যুক্ত তিনি। পেয়েছেন খ্যাতি, প্রশংসা। মাঝে অনেকদিনই দর্শকের চোখের আড়াল হন কুসুম। অভিনেত্রীর পাশাপাশি নির্মাতা দর্শকদের সামনে চলতি বছর ‘শরতের জবা’ ছবি দিয়ে যাত্রা শুরু করেছেন। 


























এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী উল্লেখ করেছেন, একা থাকলে নিজেকে ভালোবাসা যায়।

কুসুমের কথায়, আমাদের যে পেশা তাতে সব সময় খুব মানুষের মধ্যে থাকতে হয়। মাঝে আমাদের ব্রেক দরকার হয়। যেখানে একা থাকা যায় নিজেকে সময় দেওয়া যায়। নিজেকে ভালোবাসা যায়, নিজে কি চাই সেটা চিন্তা করা যায়। 


আরো পড়ুন: 



































এরপর বলেন, আমার মনে হয় যে একা থাকলে কাজে অনেক বেশি মনোযাগ দেওয়া যায়। ভাবা যাই এবং সৃজনশীল কাজের জন্য একা থাকাটা অত্যান্ত জরুরি। 




















সবসময় শাড়ি কিনে পরি উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমি সব সময় শাড়ি কিনে থাকি। কখনও স্পন্সর কাপড় পরিনি। আমার বয়স এখন তেতাল্লিশ তবুও হালকা মেকআপ আছে। এখন দেখি ১২-১৩ বছর বয়সে বিয়ে করার জন্য অনেকে পাগল হয়ে যায়। 






































No comments

Powered by Blogger.