নিখিলের সঙ্গে প্রেমচর্চার মাঝেই সৌরসেনীর শরীরে ‘লাভ বাইট’! কী লিখলেন মিমি?
নিখিলের সঙ্গে প্রেমচর্চার মাঝেই সৌরসেনীর শরীরে ‘লাভ বাইট’! কী লিখলেন মিমি?
সৌরসেনীর শরীরে ভালোবাসার কামড়! কে দিল? নিজের মুখেই খোলসা করলেন নায়িকা।
নুসরত জাহানের প্রাক্তন ‘স্বামী’র জীবনজুড়ে এখন শুধুই সৌরসেনী! টালিগঞ্জে এই ফিসফিসানি গত কয়েক মাস ধরেই। সৌরসেনীর সঙ্গে নিখিল জৈনের সম্পর্ক নাকি বেশ নিবিড়!
মডেলিং দুনিয়ার পরিচিত মুখ সৌরসেনী,! টলিউডে এখন চুটিয়েই কাজ করছেন। ফেলুদা থেকে ব্যোমকেশ, সিনেমা থেকে সিরিজ সবেতেই জমিয়ে অভিনয়। তবে কিছুতে ছাপিয়ে যায় নিখিলের সঙ্গে তাঁর প্রেমচর্চা। নিখিলের পোশাক বিপণণীর পুজো কালেকশনের মুখ হিসাবেই সেই সৌরসেনী
এর মাঝেই সোশ্যালে আমচকাই লাভ বাইট-এর কথা বললেন সৌরসেনী। নায়িকার সেই লাভ বাইট দেখে বেহুঁশ নেটপাড়া! কিন্তু কে দিল সেই ভালোবাসার কামড়? খোলসা করলেন সৌরসেনী নিজেই।
মাস কয়েক আগে থাইল্যান্ডের ফুকেত শহরে ঘুরতে গিয়েছিলেন সৌরসেনী। নীল সমুদ্রের মাঝে নিয়ন-কালো বিকিনিতে দাঁড়িয়ে রয়েছে নায়িকা। ফ্লট করছেন তাঁর সেক্সি ফিগার। ছবির ক্যাপশনে তিনি লেখেন- ‘সি আর্চিনের থেকে লাভ বাইট মেলার আগে এবং পরের ছবি'। এক ধরণের সামুদ্রিক জীবটির সি আর্চিন। তার কাঁটাভর্তি শরীর অনেক সময়ই স্নান করার সময় বিঁধে যায়।
নায়িকার ধারালো চোখের চাউনি অনেকের রাতের ঘুম কাড়তে বাধ্য। শরীরী মায়া ঝড় তুলবে পুরুষ হৃদয়ে। নিখিলের হৃদয় জুড়েও কি এখন শুধুই সৌরসেনী? জবাব অধরা। তবে বিকিনি লুকে সৌরসেনীর ছবিতে ভালোবাসা উজার করে দিয়েছেন নুসরতের ‘বোনুয়া’ মিমি। আগুনের ইমোজি শেয়ার করেছেন তিনি।
সত্যি কি নিখিলের সঙ্গে প্রেম করছেন সৌরসেনী? নায়িকা মাস কয়েক আগে এই প্রসঙ্গে জানিয়েছিলেন- ‘বেচারা নিখিল! আমি যা-ই বলি না কেন, লোকে যেটা ভাবার সেটাই ভাববে। এখন যদি বলি আমি প্রেম করছি না, তখন লোকে ভাববে মিথ্যে বলছি। আবার যদি বলি হ্যাঁ, করছি, তা নিয়েও বিতর্কের শেষ থাকবে না। তাই কিছু বলতেই চাই না।
সৌরসেনী মুখে যা-ই বলুন, নিখিলের সঙ্গে তাঁর বন্ধুত্ব যে একটু বেশিই স্পেশ্যাল, তা নজর এড়ায় না কারুর। নিখিলের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কোন দিকে গড়ায় আগামিতে সেটাই এখন দেখার অপেক্ষা।
No comments