Header Ads

ফের জুটি বাধলেন মিম-রাজ

 



ফের জুটি বাধলেন মিম-রাজ    








































ঢালিউডে ইতোমধ্যে দুটি সিনেমায় অভিনয় করে জুটি হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমায় তাদের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শকরা। ফের জুটি হয়ে পর্দায় আসছেন মিম-রাজ।   


















তৃতীয়বারের মতো ‘দানব’ নামের একটি সিনেমায় জুটি বাঁধছেন তারা। এটি নির্মাণ করবেন অনন্য মামুন। চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে সিনেমাটির শুটিং। এটি প্রযোজনা করছেন কাট এন্টারটেইনমেন্ট।   



আরো পড়ুন: 

































জানা গেছে, মিম-রাজের ‘দানব’ সিনেমাটির শুটিং হবে বাংলাদেশ এবং থাইল্যান্ডে। আগামী ঈদুল ফিতরে পর্দায় দেখা যাবে সিনেমাটি।  



















ঢালি ইন্ডাস্ট্রিতে রাজ-মিম জুটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। এমনকি রাজের সঙ্গ মিমের জুটিকে ভালোভাবে নেননি রাজের সাবেক স্ত্রী পরীমণি। মূলত এ কারণে মিমের সঙ্গে দূরত্ব তৈরি হয় পরীর। তবে অতীতের সবকিছু পিছনে ফেলে আবারও এক হচ্ছেন এই জুটি।    



























































No comments

Powered by Blogger.