Header Ads

সালমানের সঙ্গে আমাকে হাতেনাতে ধরেছিল সংগীতা: সোমি




সালমানের সঙ্গে আমাকে হাতেনাতে ধরেছিল সংগীতা: সোমি     






































বলিউডের ভাইজানখ্যাত সালমান খানের ছবি সিনেমা হলে মুক্তি পেলে মুহূর্তে ভরে যায় প্রেক্ষাগৃহ। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্ত-অনুরাগীদের প্রবল আগ্রহ থাকে। চিরকুমার ভাইজানের জীবনে এসেছে বহু তরুণী। প্রেমের সম্পর্কে জড়ালেও কোনো বারই ছাদনাতলায় পৌঁছননি তিনি। যদিও অভিনেত্রী সংগীতা বিজলানীর সঙ্গে বিয়ের সব কথাবার্তা হয়ে গিয়েছিল সালমানের। কিন্তু সেখানেও ঘটেছিল ছন্দপতন।   

















সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতা বিজলানী। সত্যিই কি তার ও সালমানের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল?—এমন প্রশ্নের উত্তরে সংগীতা বলেন, এই তথ্য মোটেই মিথ্যা নয়। সালমান নিজেও ‘কফি উইথ করণ’-এর এক এপিসোডে স্বীকার করেছিলেন— সংগীতার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু তিনি প্রতারণা করায় সেই বিয়ে ভেঙে যায়।   




















আরো পড়ুন:  



   










 

এই একই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন সালমানের আরেক সাবেক প্রেমিকা সোমি আলি। তিনিই জানিয়েছিলেন, তাকে ও সালমানকে হাতেনাতে ধরে ফেলেছিলেন সংগীতা বিজলানী। তার জন্যই যে সালমান-সংগীতার বিয়ে ভেঙেছিল, তা নিজেই স্বীকার করেছিলেন সোমি।    





















এক সাক্ষাৎকারে সোমিকে প্রশ্ন করা হয়েছিল—সংগীতা আপনার ওপর চটে আছেন কেন? উত্তরে তিনি বলেছিলেন— আমার জন্যই ওর বিয়ে ভেঙে যায়। বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েছিল। ওদের বিয়ের সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু আমার বাড়িতেই সংগীতা আমাদের একসঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিল।   























সংগীতা জানিয়েছেন, প্রেমিক হিসাবে সালমানের অধিকারবোধ প্রবল ছিল। বিশেষ কিছু পোশাকের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন সালমান। সংগীতা ও সোমির পরও বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন— ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফ। যদিও ক্যাটরিনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক এখনো বজায় রেখেছেন ভাইজান।     



























No comments

Powered by Blogger.