Header Ads

গোপনে ভিডিও করা নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

 




গোপনে ভিডিও করা নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল     





















































ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ কেয়া পায়েল। নতুন নতুন নাটক নিয়ে নিয়োমিত দর্শকদের সামনে হাজির হচ্ছেন। বলা চলে বছর জুড়েই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজ নিয়ে। সেই ধাবাহিকতায় আসছে ভালোবাসা দিবসেও বেশ কয়েকটি নাটক নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার।  























এদিকে, বর্তমান সময়ে বিভিন্ন শুটিং স্পট থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এতে স্পটে থাকা শিল্পীরা তাদের গোপনীয়তা হারাচ্ছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে অনেক শিল্পীই অভিযোগ তুলে প্রতিবাদ করেছেন। এবার সেই কাতারে যুক্ত হলেন কেয়া পায়েল।    


আরো পড়ুন:
















































কেয়া পায়েল বলেন, এটা খুবই বিরক্তিকর। দেখা যায় শুটিং চলছে, সেখানে শুটিং করছি বা রিহার্সাল করছি। আমি নিজেই জানি না, সেই সব ভিডিও ধারণ করে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে। এটা নিয়ে আমি শুটিংয়ে সোচ্চার।      
































গোপনে ভিডিও ধারণকারীদের উদ্দেশে কেয়া বলেন, অ্যাটলিস্ট অনুমতি নিয়ে ছবি তোলা বা ভিডিও করা উচিত। সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শুটিং শেষ করে নিজের মতো করে একটু বসে আছি বা কারও সঙ্গে কথা বলছি, তখন ভিডিও করছে। তখন ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না, তখন বলতে হয়, প্লিজ ভিডিও কইরেন না। এভাবে ভিডিও করাকে আমার কাছে বিরক্ত মনে হয়।         









































































 





No comments

Powered by Blogger.