বিশেষ অঙ্গ নিখুঁত রাখতে মাসে খরচ তিন লাখ টাকা!
বিশেষ অঙ্গ নিখুঁত রাখতে মাসে খরচ তিন লাখ টাকা!
নিজ শরীরের একটি বিশেষ অঙ্গ মেদহীন ও আকর্ষণীয় রাখতে প্রতিমাসে তার প্রায় তিন লাখ টাকা খরচ! তিনি ব্রাজিলের সুন্দরী – সেক্সী ফিগারের মডেল ক্যারল রোজালিন। তিনি শরীরের বিশেষ অঙ্গের পরিচর্যার জন্য উচ্চ বেতনের একজন ব্যক্তিগত প্রশিক্ষক নিয়োগ করেছেন।
বিদেশী গণমাধ্যম থেকে জানা গেছে, শুধু নিজ দেশ ব্রাজিলেই নয়, আন্তর্জাতিক স্তরেও ক্যারল রোজালিনের জনপ্রিয়তা আকাশচুম্বী। শরীরচর্চা এবং ফিটনেস ধরে রাখতে তার এই ব্যতিক্রমী প্রচেষ্টা অনেকের কাছে বিস্ময়কর হলেও ক্যারল তার এই রুটিনের জন্য খ্যাতি অর্জন করেছেন।
ক্যারল তার এই ব্যতিক্রমী উদ্যোগের কারণে সাম্প্রতিক অতীতে ‘সবচেয়ে নিখুঁত দেহের অধিকারিণী’র তকমা পেয়েছেন। ব্রাজিলের সাও পাওলোর এই মডেলকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ওই তকমা দিয়েছিল ‘প্লেবয় অস্ট্রেলিয়া’। ওই সময় তাকে নিয়ে প্রচুর হইচই হয়েছিল। তবে সম্প্রতি তার বিবৃতিতে আবার হইচই পড়েছে।
জানা গেছে, চিকিৎসককে ক্যারল জানিয়েছেন, শরীরের নির্দিষ্ট একটি অঙ্গের পরিচর্যার জন্য এবং সেই অঙ্গ নিখুঁত রাখতে মাসে তিন লাখ টাকা বেতন দিয়ে একজন প্রশিক্ষক রেখেছেন তিনি। আর তার পরেই হইচই পড়েছে। কী সেই বিশেষ অঙ্গ, তা জানতে কৌতূহল প্রকাশ করেছেন নেটনাগরিকেরা। উত্তরও পেয়েছেন তারা। ২৫ বছর বয়সি ক্যারল একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন, তার শরীরের ওই নির্দিষ্ট অঙ্গটি হল নিতম্ব। নিতম্বকে নিখুঁত রাখতেই প্রশিক্ষক রেখেছেন তিনি। নিতম্বের আকার ঠিক রাখতে তিনি কঠিন পরিশ্রম করেন বলেও জানিয়েছেন।
আরো পড়ুন:
‘বিয়ে নয়, শুধু বিছানায় একজন পুরুষ চাই’
অনেক এমপি-মন্ত্রীর কাছ থেকে প্রস্তাব পেয়েছি: সুবাহ
টলিউডের যে অভিনেতাকে অপহরণ করতে চান শ্রাবন্তী
প্রশ্ন ওঠতেই পারে – নিতম্বের আকার ঠিক রাখতে কী করেন ক্যারল ? ব্রাজিলিয়ান মডেল জানিয়েছেন, প্রতি সপ্তাহে কমপক্ষে আড়াই হাজার উঠবোস করতে হয় তাকে। খাবারও খান মেপে মেপে। আর পুরোটাই তিনি করেন প্রশিক্ষকের তদারকিতে।
No comments