Header Ads

যে কারণে রাজনীতি ছাড়লেন অভিনেত্রী পায়েল

 



যে কারণে রাজনীতি ছাড়লেন অভিনেত্রী পায়েল         



















































জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। দুর্দান্ত ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন এই অভিনেত্রী । বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসনে নির্বাচন করেছেন তিনি। কিন্তু রাজনীতির মাঠে খুব বেশি কাজ করতে দেখা যায়নি তাকে। আবার হঠাৎ করেই রাজনীতি থেকে সরে আসেন এ অভিনেত্রী।              


























রাজনীতি থেকে সরে আসার অবশ্য কারণ জানিয়েছেন এ টালিউড অভিনেত্রী। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পায়েল বলেন, রাজনীতি বিষয়টি একদমই আলাদা একটি পেশার মতো। অভিনয় ছেড়ে রাজনীতি করা মোটেও সম্ভব নয়।                




আরো পড়ুন:




































এ অভিনেত্রী বলেন, ওই সময় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাইনি। রাজনীতির মাঠে নেমে মানুষের জন্য কাজ করতে চাইলে, যে দলের হয়ে কাজ করছি, তাদের সাপোর্ট থাকা উচিত। তখন এই সাপোর্টটা পাইনি আমি। এছাড়া রাজনীতি আলাদা একটি পেশার মতো। অভিনয় ছেড়ে রাজনীতি করা একদমই সম্ভব নয় আমার পক্ষে।             

বেশ আগেই টালিউড ইন্ডাস্ট্রিতে রাজনীতি প্রবেশ করেছে। বিষয়টিকে হতাশাজনক বলে মনে করেন না পায়েল। তার ভাষ্যমতে―রাজনীতি প্রবেশ নিয়ে কোনো আপত্তি নেই আমার। পরিবর্তন যেমনই হোক না কেন, সেটা যেন ভালো হয়। সেই পরিবর্তন যেন কখনো কাজে বাধা না সৃষ্টি করে।                             




























এদিকে ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক কাটিয়ে ফেলেছেন পায়েল। এক সময় টালিউড তারকারা পরপর সিনেমায় কাজ করতেন। এ ক্ষেত্রে নিজের কাজ নিয়ে তিনি বলেন, ২০০৭ সালে ‘আই লাভ ইউ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করি। এরপর থেকে কাজ করে যাচ্ছি। শিল্পীর ক্যারিয়ারে উত্থান-পতন থাকতেই পারে। কিন্তু আমি কখনো বিরতি নেইনি। এখনো কাজ করছি। ‘বাবু সোনা’ সিনেমার কাজ শেষ। কিছুদিন পরই মুক্তি পাবে সিনেমাটি।           






















২০২১ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছিলেন অভিনেত্রী পায়েল। ওই বছরই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসনে অংশ নেন। কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার পরই রাজনীতি থেকে দূরে রাখেন নিজেকে। আপাতত অভিনয় নিয়েই ব্যস্ত এ অভিনেত্রী।                        

























































No comments

Powered by Blogger.