Header Ads

কালো জাদুতে শরীরী উষ্ণতা ছড়াচ্ছেন দর্শনা!

 



কালো জাদুতে শরীরী উষ্ণতা ছড়াচ্ছেন দর্শনা!  

































































কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক বিয়ে করেছেন খুব বেশি দিন নয়। বিয়ের পর যেনো নিজের শারীরিক সৌন্দর্যের উষ্ণতায় কাবু করছেন দর্শক – ভক্তদের। নেটিজেনরাও তাদের উষণতায় মোড়ানো শরীরী জাদুতে ঘায়েল।                                         






































আরো পড়ুন:  






















মাত্রই অর্ধযুগ আগে অর্থাৎ ২০১৮ সালে অভিনয়জগতে পা রেখেছেন দর্শনা বণিক। আর কলকাতার পাশাপাশি বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়ে উঠছেন তিনি। অন্যদিকে কন্নড় চলচ্চিত্রেও অভিষিক্ত হয়েছেন সুদর্শনা সেক্সী ফিগারের দর্শনা।          





































তিনি এমনিতেই অত্যন্ত সুন্দরী। মিষ্টি হাসি আর মায়াভরা মুখশ্রীর সঙ্গে তার আকর্ষণীয় ফিগারেরও তারিফ করতে হয়।

দর্শনা’র ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই দেখা যায় – তিনি বৈচিত্র্যময় সাজপোশাকে অত্যন্ত ফ্যাশনেবলভাবে নিজেকে উপস্থাপন করেন।

বিশেষ করে কালো পোশাকে তাকে লাগে দুর্দান্ত। এবার এই মিষ্টি হাসির অভিনেত্রীর কিছু আকর্ষণীয় লুক দেখে নেওয়া যাক।                           





















































No comments

Powered by Blogger.