তৃতীয় এক অভিনেত্রীর কারণে তাদের সংসার ভাঙলো!
তৃতীয় এক অভিনেত্রীর কারণে তাদের সংসার ভাঙলো!
নিজদের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবন পার করেন ২০২১ সালে। এরপরই বিচ্ছেদের পথে পা বাড়ান ভারতীয় তারকা দম্পতি ইন্দ্রনীল – বরখা দম্পতি। ওই সময় চর্চিত দম্পতি হয়ে ওঠেন বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্ত। গেলো তিন বছর ধরেই তারা নাকি আলাদা থাকছেন।
পাকাপাকিভাবে বিচ্ছেদ এখনও বাকি। আইনি প্রক্রিয়া চলছে। তবে কলকাতার মিডিয়ায় জোড় গুঞ্জন – এই দম্পতির মাঝে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। তিনি আবার টলিপাড়ার মিষ্টি নায়িকা। যদিও সেই নায়িকা ‘তৃতীয় ব্যক্তি’ হওয়ার গুজব নাকি নাকচ করেছেন।
আরো পড়ুন:
এতদিন সম্পর্কে ভাঙন নিয়ে মৌনতা বজায় রাখলেও সম্প্রতি বরখা নিজের দাম্পত্য নিয়ে মুখ খুলেছেন। তার দাবি – নিজে বিয়েটা বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু ইন্দ্রনীল বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন বলেই তাকে সসম্মানে মুক্তি দিয়েছেন। স্ত্রী বরখা’র এমন দাবি শুনে কী বললেন ইন্দ্রনীল ? এই প্রসঙ্গে ইন্দ্রনীল কলকাতার গণমাধ্যমকে বলেন, বরখা যা মনে হয়েছে বলেছেন। আমার দাম্পত্য জীবন নিয়ে বাইরে কোনো কথা বলতে চাই না।
জানা গেছে, এই মুহূর্তে বাংলা ছবিতে পর পর বেশ কিছু কাজ করছেন ইন্দ্রনীল। মুম্বাই – কলকাতা যাতায়াতও অব্যাহত। মেয়ে মীরা’র সঙ্গে সময় কাটানোর নানা ছবি সমাজমাধ্যমে শেয়ার করেন ইন্দ্রনীল।
আর ‘খাদান’ ছবির মাধ্যমে বাংলা ছবিতে বেশ অনেক বছর পর প্রত্যাবর্তন করেছেন বরখা। এক সময় ইন্দ্রনীলকে ঘিরে আবর্তিত ছিল বরখা’র জীবন। তবে এখন নিজেকে গুছিয়ে নিতে শিখে গিয়েছেন। যদিও শেষে অবশ্য বরখা জানান, হয়তো যা হয়েছে ভালোই হয়েছে। তিনি নিজেকে গোছানোর সময় পেয়েছেন।
No comments