‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’
‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’
দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়।
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব অভিনেত্রী শবনম ফারিয়া। প্রায়ই নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি কালের পারফর্মেন্সে বিরক্ত তিনি। যা তার ফেসবুকে দেয়া স্ট্যাটাস দেখেই বুঝা যায়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ফারিয়া লিখেছেন, প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এই দুই কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি! এটা কোনো ফানি স্ট্যাটাস না! অনেক দুঃখের স্ট্যাটাস।
আরো পড়ুন:
শবনম ফারিয়া তার পোস্টে লিখেছেন—সেদিন স্বস্তিকা চ্যাটার্জির একটি পোস্ট পড়ছিলাম। একটা কথা মনে গিয়ে বিঁধল, কথাটা খানিকটা এমন— জীবনটা দুই রকমের ।
এদিকে অভিনেত্রীর পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। মজার ছলে বিভিন্ন ধরনের মন্তব্য রেখে যাচ্ছেন তারা। সেসবের উত্তরও দিচ্ছেন অভিনেত্রী। একজন প্রশ্ন করেছেন, জীবনে কয়টা প্রেম করলে এত বিরক্তি আসে...? জবাবে অভিনেত্রী বলেছেন, ৩টা সর্বনিন্ম!
No comments